একদিন হয়ত এভাবেই শেষ হবে

 মা,আমরা শুধু হাটঁছি কেন? আমাদের
বাড়ি কোথায়?
আমাদের বাড়ি ছিল,জায়গা ছিল,জমি ছিল
কিন্তু তা সবই সেটালার বাঙ্গালীরা দখল
করে নিয়েছে।
মা,আমার বাবা কোথায়? ওরা তোমার বাবাকে মেরে ফেলেছে।
মা,ঐ পাহাড়ে লোকগুলো কারা?
তারা সেটালার।কিন্তু
আমিতো শুনেছি একমাত্র আদিবাসীরাই জুমচাষ
করতে পারে।
ঠিকই শুনেছ তবে এখন তারা আমাদের জুম পাহাড়ে নতুন অতিথি যে অতিথিরা একবার
আসলে আর ফিরে যায় না।
মা,এই গোলাভরা ধান,পুকুরভরা মাছ
এবং গোয়ালভরা গরু এগুলো কাদের?
এগুলো আমাদের ছিল,আমাদের
তাড়িয়ে তারা এখন সব ভোগ করছে। এই বাগানটি?
এটাও আমাদের ছিল,ওরা দখল করে নিয়েছে।
আর ওরা? ওরাতো আমাদের আদিবাসী!
হ্যাঁ,তবে তারা আমাদের সমাজের দালাল।
তারা টাকার
বিনিময়ে সমাজকে বিক্রি করে দিয়েছে। রাষ্ট্র কাটাঁ দিয়ে কাটাঁ তুলতে এই
দালালদের ব্যবহার করেছে।তুমি জান না ...!
৯৭ এর আগে জুম্ভ জনগনের অস্ত্র ছিল শোষক ও
শাসিতের বিরুদ্ধে এবং কন্ঠ ছিল
অন্যায়,অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে।
কিন্তু ৯৭ এর পরে.....! না,মা-যে জায়গাতে আমি জন্মগ্রহণ
করেছি,যে সম্পত্তি আমার পিতৃপুরুষের,যারা তোমাকে বিধবা করেছে এবং নিজ
দেশে থেকেও আমরা যে পরবাসী,তার
প্রতিশোধ না নিয়ে আমি আর এক পাও এগুব না।
না,তুমি পারবা না।কারণ কেউই তোমার পাশে থাকবে না।কেউ মৃত্যুর ভয়ে,কেউ টাকার
লোভে আর কেউ ক্ষমতার লোভে।
তাহলে তারা কেমনে সমাজে টিকে থাকে?
এই পৃথিবী দালাল,স্বার্থপর ও ক্ষমতাবানদের
আস্তানা। জয় দালাল
জয় স্বার্থপর
জয় ক্ষমতাবান

লেখকঃ ম্রাসাজাই মারমা, সাবেক বিএমএসসি কর্মী।

Comments

Popular posts from this blog

প্রাক সুলতানী আমল –মৌর্য বংশ--গুপ্ত বংশ--গৌড় বংশঃ

আইএলও কনভেনশন ১৬৯ এবং জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষনাপত্র