প্রাক সুলতানী আমল-পাল বংশ--চন্দ্র বংশ--সেন বংশঃ

1. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ গোপাল।
2. গোপালের রাজত্বকাল কত ছিল?
উঃ ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছর।
3. পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন?
উঃ প্রায় চারশ বছর।
4. পাল রাজারা কোন ধর্মালম্বী ছিলেন?
উঃ বৌদ্ধ।
5. বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
উঃ পাল বংশ।
6. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উঃ ধর্মপাল।
7. গোপালের পরে কে বঙ্গ দেশের সিংহাসনে আসীন হন?
উঃ ধর্মপাল।
8. ধর্মপাল বৌদ্ধ ধর্মপ্রসারে কোন মন্দির স্থাপন করেন?
উঃ ১০৭ মন্দির সম্পন্ন বিক্রমশীলা বৌদ্ধ বিহার,পাহাড়পুরের সোমপুর বিহার, ময়নামতি বিহার ইত্যাদি।
10. ধর্মপালের রাজত্বকাল কত ছিল?
উঃ ৭৭০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দে পর্যন্ত ৪০ বছর।
11. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’ -এর প্রতিষ্ঠাতা কে?
উঃ ধর্মপাল।
12. লৌসেন (Lausen) কে?
উঃ রাজা দেবপালের (৮১০-৮৫০ খ্রিঃ) সেনাপতি।
13. ‘উদীয়মান প্রতিপত্তির যুগ’ বলা হয় কার শাসনামলকে?
উঃ দেবপালের।
14. কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে ?
উঃ ১১২৪ খ্রিষ্ঠাব্দে।
চন্দ্র বংশ
16. চন্দ্রবংশের শাসনকাল কত শতক পর্যন্তু বিস্তৃত ছিল?
উঃ ১০ম- ১১শ শতক।
17. চন্দ্রবংশের প্রথম শক্তিশালী রাজা কে?
উঃ ত্রৈলোক্যচন্দ্র।
18. ত্রৈলোক্যচন্দ্র আনুমানিক কত সময় রাজত্ব করেছেন?
উঃ ৯০০-৯৩০ খ্রিঃ।
19. রমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধী কার ছিল?
উঃ শ্রীচন্দ্রের।
20. শ্রীচন্দ্র কত সময় রাজত্ব করেছেন?
উঃ ৯৩০-৯৭৫ খ্রিঃ।
দেব বংশ
22. বেদ রাজবংশের রাজাদের রাজধানী নাম কি ছিল?
উঃ দেবপর্বত।
23. দেবপর্বত কোথায় অবস্থিত ছিল?
উঃ কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিনাংশে।
24. দেববংশের রাজত্বকাল কখন ছিল বলে অনুমান করা হয়?
উঃ ৭৪০-৮৯৯ খ্রিঃ
সেন বংশ
26. সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা কে?
উঃ সামন্ত সেন।
27. সেন রাজাদের পূর্ব পুরুষগণ কোন দেশের অধিবাসী ছিলেন? উঃ দাক্ষিণাত্যের কর্ণাটক।
28. কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীন আসে?
উঃ বিজয় সেনের।
29. বিজয় সেনের রাজত্বকাল কোন সময় পর্যন্ত বিস্তৃত ছিল?
উঃ ১০৯৮-১১৬০ খ্রিঃ
30. সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা কে?
উঃ বিজয় সেন।
31. সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উঃ বিজয় সেন।
32. বিজয় সেনের দ্বিতীয় রাজধানী কোথায়?
উঃ ঢাকা জেলার বিক্রমপুরে (রামপাল)।
33. কৌলিন্য প্রথার প্রবর্তক কে?
উঃ বল্লাল সেন।
34. সেন বংশের সর্বশেষ রাজা কে?
উঃ লক্ষন সেন।
35. বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উঃ লক্ষন সেন।
36. সেন রাজাদের মধ্যে গৌড়েশ্বর উপাধী কার ছিল?
উঃ লক্ষন সেন।
37. লক্ষন সেনের রাজধানী কোথায় কোথায় ছিল?
উঃ গৌড় ও নদীয়ায়।
38. সেন বংশের অবসান ঘটে কবে?
উঃ ত্রয়োদশ শতকে।
39. কোন বাঙালী নালন্দা বিশ্ববিদ্যালয়ের মহাধ্যক্ষ পদ অলংকৃত করেন?
উঃ শীলভদ্র।


Comments

Popular posts from this blog

প্রাক সুলতানী আমল –মৌর্য বংশ--গুপ্ত বংশ--গৌড় বংশঃ

আইএলও কনভেনশন ১৬৯ এবং জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষনাপত্র