আইএলও কনভেনশন ১৬৯ এবং জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষনাপত্র
আইএলও কনভেনশন ১৬৯ এবং জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষনাপত্র অনুযায়ী বাংলাদেশে অবশ্যই আদিবাসী জনগোষ্ঠী রয়েছে এবং আমরা সংবিধানিক ভাবে “আদিবাসী” হিসেবে স্বীকৃত দেয়ার জন্য বারবার সরকারের কাছে আবেদন জানাচ্ছি। বাংলাদেশ সরকারও জানে সত্যিকার অর্থে আদিবাসী কারা কিন্তু তবুও আইএলও কনভেনশন ১৬৯ আর জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষনাপত্রকে অমান্য আর ভঙ্গ করে আদিবাসী বলতে “আদি থেকে যারা বাস করে আসছে” “বাঙালীরাই প্রকৃত আদিবাসী” এরকম মিথ্যা প্রচারনা চালিয়ে বিষয়টাকে ঘোলাটে চেষ্টা করছে। বাংলাদেশ সরকার, কিছু উগ্র সাম্প্রদায়িক বুদ্ধিজীবি, বাংলাদেশ আর্মি আর সেটেলারাদের সংগঠনগুলো এই বলে মিথ্যা প্রচারনা এবং প্রোপাগান্ডা ছড়াই যে, আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে “পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হয়ে যাবে” “পার্বত্য চট্টগ্রামে আদিবাসী ছাড়া বাঙালী জাতিগোষ্টি বসবাস করতে পারবেনা” “পার্বত্য চট্টগ্রামে কোন মিলিটারি ক্যাম্প রাখা যাবেনা”। এসব যে কি পরিমান ভুয়া এবং মিথ্যা যুক্তি হতে পারে তা বিশ্লেষন করলেই বুঝা যায়। ১) জাতিসংঘের আদিবাসীদের অধিকার বিষয়ক ঘোষনাপত্রে শুধুমাত্র ৪টি দে...