Posts

Showing posts from June, 2023

মারমা উপাধি নামধারণ, লেখক - অংসুই মারমা

Image
প্রাক-কথনঃ অরণ্যাবৃত শ্বাপদ-সঙ্কুল দুর্গম পার্বত্য চট্টগ্রামের এ বিশাল পার্বত্য অঞ্চলে কাদের প্রথম বসতি ছিল বলা কঠিন। তবে ঐতিহাসিকদের মতে, কুকি-চীন গোত্রের শিকারজীবি কিছু অনুন্নত যাযাবর জনগোষ্ঠি এ অঞ্চলে পরষ্পর বিচ্ছিন্ন অবস্থান করত। এরা নিতান্ত বন্য স্বভাবের ছিল। কালের প্রবাহে প্রায় ১৫টি জনগোষ্ঠির বসবাসের স্থল হলেও বর্তমানে মঙ্গোলীয় শাখাভূক্ত ১১টি জনগোষ্ঠি বসবাস করে। ইংরেজ অধিকারের সময় পর্যন্ত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মধ্যে কোন সীমারেখা নির্দিষ্ট ছিল না। বর্তমানে সার্কেল চীফ বা রাজাগণের পূর্বসুরীরা নিজস্ব শাসন কাঠামোর আওতায় ভৌগলিকগতভাবে একটি সার্বভৌম অঞ্চলের অধিকারী ছিলেন। মধ্যযুগের আরাকান ও চট্টগ্রাম এক অখন্ড দেশরূপে ছিল। সে হিসেবে চট্টগ্রাম আরাকানী, মোগল,পাঠান শাসন আমলে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত জাতিগোষ্ঠিসমূহের নৃতাত্ত্বিক পরিচয়ের গুরুত্ব ছিল না। বৃটিশ শাসনামলে (১৭৬১-১৯৪৭ খ্রি.) তাদেরকে একটি প্রশাসনিক কাঠামোর মধ্যে নিয়ে আসার পর গোষ্ঠিভিত্তিক পরিচিতির গুরুত্বপূর্ণতা প্রকাশ পায়। ১৮৬০ খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রামকে পৃথক জেলার মর্যাদা দেওয়ার পর ভিন্ন ভিন্ন এইসব জাতিগোষ্ঠি...