Posts

Showing posts from 2022

মারমাদের ব্যক্তিক নামকরণের রীতিনীতি

 মারমাদের দিনক্ষণ, লগ্ন ও বয়োজ্যেষ্ঠতাকে নিয়ে নামকরণের রীতি আছে। আছে সেই নামের অর্থও। এবং কোন ব্যক্তি যে দিনে জন্মগ্রহণ করেছে, সেই জন্মবার জেনেই ওই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আন্দাজ করা যায়। শুধু তাই নয়, সেই জন্মবারের গুরুত্ব আছে কোন ঘর-বাড়ী বানাতে এবং কোন নতুন গাছ লাগাতে বা চারা রোপন করতে কিংবা কোন চাষাবাদ শুরু করতে। এমনকি বিয়ে করতেও দুজন ব্যক্তির মধ্যে জন্মবারের মিল (প্রিয়যোগ বা মরণযোগ) দেখা হয়। সুতরাং নামেই কতকিছু প্রথা ও রীতিনীতি জড়িয়ে আছে! যেগুলো অন্য কোন সম্প্রদায় বা জাতিতে আছে কিনা জানি না।  যদি কেউ বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে, তাহলে তার নামের মধ্য সিলেবলটি 'প, ফ,ব,ভ,ম' (বাংলায় তর্জমা করে) হবে। মারমাদের নামের সিলেবল সাধারণত তিনটি হয়। যেমন, রা-ফ্রু-সেইং, মং-ফ্রু-সেইং, ক্য-বা-মং, ক্য-মং-চিং ইত্যাদি। (যদিওবা কারো কারো নামের সিলেবল দুটিও হয়।) এছাড়াও যদি কেউ ভোরে বা একদম সকালে জন্মগ্রহণ করে, তাহলে তার নাম হতে পারে পেইং-ম্রা-চিং, হ্রুই-ম্রা-চিং, তা-নিং-মং ইত্যাদি। যদি বিকেলে বা রাত্রে জন্মগ্রহণ করে, তাহলে তার নাম হতে পারে খেং-মং-চিং বা নিং-খেং-মং ইত্যাদি। যদি পিতামাতার ব...